কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন।আগের দিন যে সংখ্যাটা ছিল ১৩ হাজার ৬১৫ জন ৷ সুতরাং বলাই যায় যে, এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ ৷
দৈনিক সংক্রমণের হারও খানিক ৩.৬৮ শতাংশ, যা আগের দিন ছিল ৩.২৩ শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭, যা মোট সংক্রমণের ০.৩০ শতাংশ ৷
আরও পড়ুনঃ পাহাড়ের রাস্তায় হেঁটে বাচ্চাদের হাতে চকলেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতেও করোনার নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে, এমনটাই জানিয়েছিলেন WHO-এর ডিরেক্টর জেনারেল। ইজরায়েলের এক গবেষকও উল্লেখ করেছিলেন ভারতের ১০ রাজ্যে মিলেছে ভয়াবহ ওমিক্রন সাব ভ্যারিয়ান্ট।