Home সংবাদবর্তমান ঘটনা রাষ্ট্রপতি নির্বাচনের ‘ক্রস ভোট’ প্রসঙ্গ উস্কে দিলেন শুভেন্দু অধিকারী

রাষ্ট্রপতি নির্বাচনের ‘ক্রস ভোট’ প্রসঙ্গ উস্কে দিলেন শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাষ্ট্রপতি নির্বাচনের আগে হইহই ফেলে দিয়েছিল ‘ক্রস ভোট’। এবার বৃহস্পতিবার রাতে একটি টুইটে এই ক্রস ভোট নিয়েই প্রশ্ন উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘আমি কথা দিয়েছিলাম, আমাদের ৭০ জন বিধায়কই দ্রৌপদী মুর্মুজিকে ভোট দেবেন। কথা রেখেছেন। ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোটে গিয়েছেন। চারজন তৃণমূল বিধায়কের ভোট বাতিল হয়েছে। দ্রৌপদী মুর্মুজির পক্ষে ৭১টি ভোট পড়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়।’

অন্যদিকে তৃণমূলের ২১৬ জন বিধায়ক হলেও একজন ভোট দেননি। বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। তিনি হজে গিয়েছেন। অর্থাৎ ২১৫ জন ভোট দিয়েছেন।

যদিও বিজেপির টিকিটে জেতা মুকুল রায় ভোটের দিন বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত প্রার্থীকেই ভোট দিয়েছেন। রাজনৈতিকমহল বলছে, তৃণমূলের হিসাব তো মিলে গেল।

Topics

Suvendu Adhikary  BJP  TMC Administration, kolkata

Related Articles

Leave a Comment