Home NEWSCURRENT UPDATE New Covid Varient JN.1: ২৪ ঘন্টায় সংক্রমিত ১১৫

New Covid Varient JN.1: ২৪ ঘন্টায় সংক্রমিত ১১৫

by Web Desk
New Covid Variant JN.1: 115 infected in 24 hours

দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ ভাইরাস

আরও একবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সুত্রের খবর গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৪৯। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশ জুড়ে মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ১১৫ জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

করোনার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে উচ্চ পর্যায়ের বৈঠক

করোনার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসছে আরও একটি বছর। সেই পরিস্থিতিতে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র।

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু, তার উপসর্গ গুরুতর নয়

যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু, তার উপসর্গ গুরুতর নয়। কোভিডে আক্রান্ত মৃতের সংখ্যা একেবারেই কম। বছর শেষে উৎসবের মরসুমে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার।

জ্বর এবং সর্দিকাশি নিয়ে যাঁদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে

এই পরিস্থিতে মোকাবিলা করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করা হয়েছে। জনস্বাস্থ্যের দিকে নজর রেখে, এই সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে। জ্বর এবং সর্দিকাশি নিয়ে যাঁদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে, তাঁদের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে।

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কেরল লাগোয়া জেলাগুলিতে

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কেরল লাগোয়া জেলাগুলিতে। রোগ নির্ণয় করতে পরীক্ষা বৃদ্ধি করার উপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে।

ইন্ডিয়ান সার্স-কোভ-২ (আইএলএসএসিওজি) বলছে, কেরলে জেএন.১ প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশেও মিলেছে এই প্রজাতি। করোনা ভাইরাসের বিএ.২.৮৬ ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি এই নতুন উপরূপটি। গত অগস্ট মাসে লাক্সেমবার্গে প্রথম এই উপজাতির দেখা মিলেছে।

For More News Updates : https://kolkatatoday.com/

Related Articles

Leave a Comment