Home NEWSCURRENT AFFAIRS Dearness Allowance News – ফের বাড়ল ডিএ ,সরকারি কর্মচারীদের জন্য সুখবর

Dearness Allowance News – ফের বাড়ল ডিএ ,সরকারি কর্মচারীদের জন্য সুখবর

by Web Desk

Dearness Allowance News :

সরকারি কর্মচারীদের এল সুখবর।  ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন এমন কর্মচারীদের মহার্ঘ ভাতাও (ডিএ) বাড়িয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের (CPSEs) কর্মীদের জন্য মূল বেতনের উপর DA বর্তমান ২২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৩০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এবার তা বেড়েছে ৯ শতাংশ। মহার্ঘ ভাতার পরিবর্তিত হার কর্মচারীদের, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ-ও সরকার বাড়িয়েছে।

দুই ক্যাটাগরিতে এই কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। এই ধরনের কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ যোগ করার সুবিধা দেওয়া হয়নি। এই ধরনের কর্মচারীদের বর্তমান ৪৬২ শতাংশ ডিএ বাড়িয়ে ৪৭৭ শতাংশ করা হয়েছে। এছাড়াও, যে সমস্ত কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ যোগ করার সুবিধা দেওয়া হয়েছে তাদের জন্য বর্তমান ডিএ ৪১২ শতাংশ থেকে বাড়িয়ে ৪২৭ শতাংশ করা হয়েছে।এইভাবে, উভয় শ্রেণীর কর্মচারীরা ১৫ শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ায় উপকৃত হয়েছেন ৪৯ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী।

 

 

 

 

 

 

Related Articles

Leave a Comment