Home NEWSCURRENT UPDATE Amit Shah – শুরু হয়নি সভা কিন্তু তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে

Amit Shah – শুরু হয়নি সভা কিন্তু তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে

by Web Desk

Amit Shah : বুধবার কলকাতার ধর্মতলায় বঙ্গ বিজেপির সমাবেশে হাজির থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসার সিদ্ধান্ত নেন তৃণমূলের বিধায়করা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে এই  সিদ্ধান্ত তাদের। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বুধবার বিজেপির প্রকাশ্য জনসভা। তাতে হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ্‌র । ২১ জুলাই তৃণমূল সাধারণত যেখানে সভা করে, এ বার সেখানেই পাল্টা সভা করে তৃণমূলকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। আর তারই প্রচার চালাচ্ছেন বিজেপি। পথে নেমে সভা সফল করার চেষ্টা চালাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই প্রচারের প্রতিবাদ করতেই কালো পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল বিধায়করা

তৃণমূলের মূল কাজ এই কালো পোশাকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে নিজেদেরকে তুলে ধরা। তৃণমূলের পরিষদীয় দল স্থির করেছে, মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্না দেবেন। তার পর দিন অর্থাৎ বুধবার, শাহের সভার দিন কালো পোশাক পরে প্রতিবাদ দেখাবেন। এর তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘কালো পোশাক পরে কাকে বিক্ষোভ দেখাবেন? কালো পোশাক পরে কি নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন? কারণ, কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি তো আর থাকবে না!”

মঙ্গলবার বিধানসভায় দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাবটি পাঠ করার অনুমতি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রস্তাবের সম্পাদিত ভাগটি কেবল পাঠ করার অনুমতি দিয়েছিলেন স্পিকার। বিজেপি বিধায়ক আসল প্রস্তাবটি পাঠ করতে থাকেন। স্পিকার বিষয়টি উল্লেখ করে প্রস্তাব পাঠ করতে বলেননি আর সেকারণেই । বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। বিধানসভায় চলতে থাকে জোর স্লোগান।

 

 

 

 

 

 

 

Related Articles

Leave a Comment