৩৯তম জন্মদিনে ক্যাটরিনা পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্বামী ভিকি কৌশল। শত কাজের ব্যস্ততা মাঝে একে অপরের সঙ্গে বিশেষ দিনগুলো কাটাতে কখনই ভোলেন না দম্পতি। ডিসেম্বরে তাঁরা সাত পাঁকে বাঁধা পড়েন। দুইজনের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। তবে জন্মদিনে কাজ ভুলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উইকেন্ড কাটাতে একদিন আগেই দেশ ছেড়েছেন ক্যাটরিনা-ভিকি।
(Bengali) ৩৯ বছরে পা দিলেন বলি ডিভা Katrina Kaif
previous post