Home NEWSCURRENT AFFAIRS Cyber Crime – এবার ডিপ ফেক নিয়ে তৎপর লালবাজার

Cyber Crime – এবার ডিপ ফেক নিয়ে তৎপর লালবাজার

by Web Desk
Cyber Crime - এবার ডিপ ফেক নিয়ে তৎপর লালবাজার

Cyber Crime : একটা মানুষের চেহারা, কথা বলার ধরন, সবটাই যখন মিলে যায় তখন বোঝা দায় হয়ে যায় যে আদতে আমরা আসল মানুষটার সঙ্গে কথা বলছি নাকি অন্য কোন মানুষের সঙ্গে। সম্প্রতি ডিপ-ফেক ভিডিয়ো তৈরি করে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে এ রাজ্যে। সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়। টাকা পাওয়া স্বত্বেও বার বার প্রতারকদের ফোন করে টাকা চাওয়া বন্ধ হচ্ছেনা। আর এহেন কাজের কারণে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। থানায় লিখিত জমা দেওয়া হয়েছে।

সপ্তাহখানেক আগে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক অভিনেত্রীর স্বল্প পোশাকের ভিডিও ছড়িয়ে পড়তেই তা চাঞ্চল্যকর বিষয় হয়ে ওঠে। পাশাপাশি তার হয়ে সরব হতে দেখা যায় একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিয়োর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়ে ওই ‘ডিপ-ফেক’ ভিডিয়োটি বানানো হয়েছিল। লালবাজার সূত্রে জানানো হচ্ছে, ডিপ-ফেক প্রযুক্তি ব্যবহার করে শহরে প্রতারণার কোনও অভিযোগ এখনও সামনে আসেনি। তবে নতুন প্রতারণার ধরন ভাবাচ্ছে লালবাজারের গোয়েন্দাদের। নতুন প্রতারণার নাগাল পেতে প্রযুক্তির আরও উন্নতি ঘটানো যায় কি না, চলছে তা নিয়ে ভাবনা-চিন্তাও। ডিভিশনগুলিকেও বলা হয়েছে, ডিপ-ফেক সংক্রান্ত কোনও অভিযোগ নজরে এলে দ্রুত জানাতে।

 

 

 

Related Articles

Leave a Comment