Parambrata Chatterjee’s Marriage : খাতায় কলমে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ২৭ নভেম্বর সোমবার তাদের আইনি বিয়ে সম্পন্ন হল যোধপুর পার্কের বাড়িতেই, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে।
এদিন দুজনেই সেজেছিলেন বাঙালি পোশাকে। পরমব্রত পরেছিলেন কমলা পাঞ্জাবী সঙ্গে পেস্তা রঙের জহর কোট। পিয়া পরেছিলেন লাল-সাদা কম্বিনেশনের তাঁতের শাড়ি, সঙ্গে জামদানি ডিজাইনের ব্লাউজ।
করোনা ও ইয়াস বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে সাহায্যের জন্য একটি উদ্যোগ নেন পিয়া চক্রবর্তী ও অনুপম রায়। সেখানেই পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখান থেকে পরমব্রতর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় পিয়ার।
২০২১ সালের নভেম্বরেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। সেসময় একাধিকবার পরম্ব্রত-র নাম উঠে এসেছিল তৃতীয় ব্যক্তি হিসেবে। আর এবার সেসবকিছুকে অতীত করে নতুন জীবন শুরুর দিকে পাড়ি দিলেন এই যুগল।