(Bengali) নবান্ন অভিযানে প্রস্তুত BJP, নিরাপত্তার বেষ্টনীতে পথ মুড়েছে পুলিশ
তিন দিক থেকে মিছিল নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযান শুরু বিজেপির। বেলা ১টায় কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দান থেকে তিনটি মিছিল বেরোবে। অন্যদিকে, কড়া নিরাপত্তার বেষ্টনীতে পথ মুড়েছে পুলিশও