কলকাতা টুডে ব্যুরো:কার্ডিওলজির এসি-১ কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার তিনি বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যার কথা বলেছিলেন ডাক্তারদের। তাঁর হার্টে সমস্যা আছে। একই সঙ্গে সিওপিডি, কিডনির সমস্যাও আছে। গতকাল তাঁর পা-ও ফোলা ছিল। গতকাল রাতে বাইপ্যাপ নিয়ে ঘুমিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিওপিডির সমস্যার জন্য তাঁর বাইপ্যাপের প্রয়োজন হয়। মাঝে মাঝে শ্বাসকষ্টের কমপ্লেনও করছেন তিনি।
তবে SSKM পার্থ চট্টোপাধ্যায় যাওয়ায় অসন্তুষ্ট ED। শনিবার রাতেই হাইকোর্টে দ্বারস্থ হয় ED। বিশেষ আদালতে মামসা চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ তদন্তকারী দল।দাবি, এসএসকেএম নয় কমান্ড হাসপাতালে পাঠানো হোক পার্থকে। এসএসকেএম পার্থর ‘অসুখে’ সন্দেহ ইডি’র।
পার্থকে SSKM-এ রাখা নিয়ে আপত্তি ইডি-র। মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা, অতীতেও উদাহরণ অনেক রয়েছে বলে জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কম্যান্ড হাসপাতালে চিকিৎসা হোক, দাবি করেছে ইডি-র।