কলকাতা টুডে ব্যুরো:ট্রাক চালকেরা ঘটনাচক্রে তৃণমূলের সঙ্গে যুক্ত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সঙ্গে দুর্ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কনভয় দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু জানান, তিনি এ বিষয়ে বেশি মন্তব্য করবেন না। তাঁর দাবি, যেহেতু তিনি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তাই এই ধরনের ঘটনা প্রত্যাশিত আর তার জন্য তিনিও প্রস্তুত। কিন্তু তাঁর দাবি, প্রতিবার যে ট্রাক বা লরির ধাক্কায় দুর্ঘটনা ঘটে, সেগুলির মালিকেরা তৃণমূলের সঙ্গে যুক্ত। তিনি এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের বালি তিনি পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে তিনি বলেন সব থেকে বড় শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেই বলে মনে করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরু পাচার কাণ্ডে ফেরসরব হন শুভেন্দু অধিকারী ,নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দুটি ভিডিও পোস্ট করে অভিনব কায়দায় গরু পাচারের অভিযোগ তোলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata