Uttarkashi Tunnel Rescue : কাজ শুরু হয়েছিল ঠিকই কিন্তু আবারও তা থমকে গেল। গতকাল সন্ধ্যায় অগার মেশিন ভেঙে যাওয়ার জেরে আবার আটকে যায় গোটা প্রক্রিয়া। সমস্যা মেটাতে ম্যানুয়াল ড্রিলিংয়ের পথেই এগোনো হচ্ছে। অর্থাৎ মানুষই পাহাড় কেটে উদ্ধার অভিযান চালাবেন। তেমনটা হলে ৪১ জন শ্রমিককে সুরঙ্গ থেকে উদ্ধার করতে আরও অনেক বেশি সময় লাগবে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরনো সম্ভব হবে। ৪৬.৮ মিটার পর্যন্ত পথ অতিক্রমও করেছিল খননের যন্ত্র। আর ১০-১২ মিটার পৌঁছনো গেলেই শ্রমিকদের উদ্ধার করা যেত। কিন্তু অগার মেশিন ভেঙে গুঁড়িয়ে যাওয়ায় অর্থাৎ যান্ত্রিক ত্রুটির জন্য সেই কাজ ফের আটকে যায়। ফলে এখনও বিপদ কাটছে না শ্রমিকদের। তাঁদের উদ্ধারে এখন ভরসা ম্যানুয়াল ড্রিলিংই।
শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘‘বর্তমান অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। শেষ পর্যায়ে অনেক বেশি সাবধান থাকতে হবে।’’ দ্রুত যাতে উদ্ধারকাজ সম্পন্ন করা যায়, X হ্যান্ডেলে সেই প্রার্থনাই করেছেন তিনি।