ইয়েমেনি জঙ্গিদের ড্রোন হামলা
লোহিত সাগরে ভারতমুখী তেলের ট্যাঙ্কারে সন্দেহভাজন ইয়েমেনি জঙ্গিদের ড্রোন হামলা আর সেই ঘটনায় এককড়া পদক্ষেপ নিল নয়াদিল্লি।
যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ভারতীয় নৌবাহিনীর তরফে সোমবার জানানো হয়, এই হামলার মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ লোহিত সাগর লাগোয়া আরব সাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে। আমেরিকার গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়, ‘সাইবাবা’ নামে ওই তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিরা হামলা চালিয়েছে।
ইজ়রায়েলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা
উল্লেখ্য গত শনিবার ওই এলাকাতেই ইজ়রায়েলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল। আমেরিকার আরও দাবি, এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তাদের সেনা। সবড্রোনগুলি ইরানের মদতে হুথি বাহিনীর অধিকৃত এলাকা থেকে ছোড়া হয়েছিল।
গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার অভিযান ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চড়েছে
ইতিমধ্যে গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার অভিযান ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চড়েছে। এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগে লিপ্ত জাহাজের উপর আবার হামলার আশঙ্কা রয়েছে বলেও জানাচ্ছে ওয়াশিংটনের তরফে । এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আর সেই কারনেই তৎপর হয়ে যুদ্ধজাহাজ পাঠানোর দিকেই থাকছে নজর।