Home NEWSCITY TALKS Kolkata High Court – ২১শে জুলাইতে সভা করতে পারবে বিজেপি অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

Kolkata High Court – ২১শে জুলাইতে সভা করতে পারবে বিজেপি অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

by Web Desk

Dharmatala BJP Rally : ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, কর্মসূচির জন্য কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া শর্ত মানতে হবে। তবে অতিরিক্ত কোনও শর্ত জারি করা যাবেনা, তা স্পষ্ট করে দিয়েছে হাই কোর্ট।

 

এই মামলায় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস কর্মসূচির প্রসঙ্গ নিয়ে প্রধান বিচারপতি বলেন, “২১ জুলাই বাতিল করে দিচ্ছি সব বন্ধ করে দিচ্ছি। কোনও মিটিং, মিছিল, সভা নয়। একটাই সমাধান, সবার জন্য সব কর্মসূচি বন্ধ করেছি। সেটা করলে কী ভাল হবে? রাজনৈতিক ভাবে অযথা সমস্যা তৈরি করা হচ্ছে। ২ সপ্তাহ আগে আবেদন করা যথেষ্ট।” প্রসঙ্গত, বিজেপির তরফেও রাজ্যের শাসকদলের ২১ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গ বিজেপির বক্তব্য তৃণমূল ধর্মতলায় সভা করতে পারলে, তারা কেন পারবে না।

শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, “রাজ্যে এই সব কর্মসূচি লেগেই থাকে। মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে ভাবেন না। সরকারি কর্মচারী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সবাই রাস্তা আটকে মিছিল করে। পুলিশ অনুমতি দিয়ে দেয়। এটা এখানে খুব সাধারণ বিষয়। পুলিসের তরফ থেকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে আমাদের বিকল্প রাস্তা ব্যবহার করতে।” তিনি আরও বলেন, “আবার কর্মসূচি হলে সবাই তাই করবে। মানুষ ঘুরে ঘুরে যাবে।”

 

 

 

Related Articles

Leave a Comment