Home ENTERTAINMENTFILM Prabhat Roy: হাসপাতাল থেকে দু’সপ্তাহ পর বাড়ি ফিরলেন,প্রভাত রায়,বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য কেমন?

Prabhat Roy: হাসপাতাল থেকে দু’সপ্তাহ পর বাড়ি ফিরলেন,প্রভাত রায়,বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য কেমন?

by Web Desk
Prabhat Roy: হাসপাতাল থেকে দু’সপ্তাহ পর বাড়ি ফিরলেন,প্রভাত রায়,বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য কেমন?

হাসপাতাল থেকে দু’সপ্তাহ পর বাড়ি ফিরলেন,প্রভাত রায়,বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য কেমন?

 

টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়

মঙ্গলবার রাতে, টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় হাসপাতাল থেকে ফিরেএসেছেন। তিনি ১৩ ফেব্রুয়ারি সর্দি এবং শ্বাসকষ্টের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন, এরপর ১৯ ফেব্রুয়ারি একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। অপর্ণা সেন ও সব্যসাচী  অভিনীত শ্বেত পাথরের থালা ছবির পরিচালক ছিলেন প্রভাত রায়।

 

তার স্বাস্থ্য সম্পর্কে জানানো হয়েছে যে, ক্রিয়েটনিনের মাত্রা বাড়ার জন্য ডায়ালিসিস করাতে হয়েছে, এবং এখনও পর্যন্ত পাঁচ বার ডায়ালিসিস করা হয়েছে। আগামীতেও এই ডায়ালিসিস প্রক্রিয়া চলতে পারে বলে জানায় চিকিতসকেরা। তার ফুসফুসে সামান্য জল জমে আছে, কিন্তু চিকিৎসকেরা তা নিয়ে খোলামেলা ভাবে কোনোরকম মন্তব্য করছে না। টলিপাড়ার প্রচার-অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য শুরু থেকেই পরিচালকের স্বাস্থ্যের খেয়াল রাখেন। প্রভাতও একতাকে কন্যাসম স্নেহ করেন।

 

সুত্রের খবর প্রচার-অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য পরিচালকের স্বাস্থ্য নিয়ে জানান যে , “বাবি এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। শুরুতে উনি ডায়ালিসিস করাতে রাজি ছিলেন না, কিন্তু সকলের অনুরোধে বুঝতে পেরেছেন যে তাকে সুস্থ থাকতেই হবে।”

 

পরিচালক  প্রভাত  রায়ের জন্মদিন আসছে ৭ই মার্চ , এবং তার আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ এই দিনেই  প্রকাশিত হবে। এই অনুষ্ঠানে পরিচালক উপস্থিত থাকতে পারেন এমনতাই শোনা যাচ্ছে।

Related Articles

Leave a Comment