Home NEWSCITY TALKS (Bengali) অখিল গিরির বেলাগাম মন্তব্যের জেরে দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের লকেটের

(Bengali) অখিল গিরির বেলাগাম মন্তব্যের জেরে দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের লকেটের

অখিল গিরির বেলাগাম মন্তব্যের জেরে শুধু তাকেই নয়, তার সঙ্গে বিরোধীদের সওয়ালের মুখে পড়তে হচ্ছে TMC -কে। দলের তরফে কড়া নিন্দা জানানোর পরেও রবিবার রাজধানী দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানার পুলিশের কাছে অখিলের বিরুদ্ধে লিখিত অভিযোগই দায়ের  করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

by Kolkata Today

অখিল গিরির বেলাগাম মন্তব্যের জেরে দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের লকেটের

কলকাতা টুডে ব্যুরো: অখিল গিরির বেলাগাম মন্তব্যের জেরে শুধু তাকেই নয়, তার সঙ্গে বিরোধীদের সওয়ালের মুখে পড়তে হচ্ছে দলকে। দলের তরফে কড়া নিন্দা জানানোর পরেও রবিবার রাজধানী দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানার পুলিশের কাছে অখিলের বিরুদ্ধে লিখিত অভিযোগই দায়ের করে বসলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তিনি পুলিশকে অনুরোধও জানান, অবিলম্বে যেন তাঁর অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। অন্যদিকে, এদিন স্থানীয় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখেও পড়েন বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোত্‍স্না মাণ্ডি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বর্ণবৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা। আর নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন জ্যোত্‍স্না মাণ্ডি। শেষ অবধি বিক্ষোভের মুখে পড়ে নিজের গাড়ি ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেই খবর মিলেছে।

এই ঘটনা নিয়ে দিল্লি থেকে লকেট এদিন বলেন, ‘যে ভাবে দেশের রাষ্ট্রপতিকে অখিল গিরি অপমান করেছেন, তার সর্বোচ্চ নিন্দা করছি। ওই সভায় অখিলের পাশেই ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, তাঁর সামনেই এই অপমান! এ তো মহিলাদের অপমান, পুরো আদিবাসী সমাজের অপমান। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এ নিয়ে কিছু বললেন না। অথচ উত্তরপ্রদেশের যে কোনও ঘটনায় তৃণমূল সবার আগে বিবৃতি দেয়, বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়েন। আমরা চাই, অখিল গিরিকে বরখাস্ত করুন মুখ্যমন্ত্রী। তাঁকে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে ক্ষমাও চাইতে হবে।’

Related Articles

Leave a Comment