Home NEWSCURRENT UPDATE ফের পদত্যাগ মন্ত্রীর, বিপাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকার

ফের পদত্যাগ মন্ত্রীর, বিপাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকার

by Web Desk

রবার্টের পদত্যাগ

স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পর ব্রিটেনের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন ব্রিটেনের শরণার্থী বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। এসবের জেরে আরএকবার বিপাকে পরলেন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকার। কাল পার্লামেন্টে রোয়ান্ডা বিল পেশ করার কয়েক মিনিট আগে সকলকে হুট করে চমকে দেয় রবার্ট। পদত্যাগ করেন তিনি। বাধ্য হয়ে তাঁর বদলে বিলটি পেশ করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। রবার্ট জানিয়েছেন, রোয়ান্ডা বিল সংক্রান্ত মতবিরোধের জেরেই তিনি পদত্যাগ করছেন।

রোয়ান্ডা বিল

রোয়ান্ডা বিল আসলে কি? গত কয়েক বছর ধরে শরণার্থী সমস্যায় নাজেহাল ব্রিটেন। আফ্রিকা এবং মধ্য এশিয়া থেকে ফ্রান্স ঘুরে ছোট ছোট নৌকায় ঘুরতে আসেন সকলে। এই সঙ্কট মেটাতে রোয়ান্ডার সঙ্গে একটি চুক্তি সাক্ষর করে সুনক সরকার । চুক্তি অনুযায়ী রোয়ান্ডাকে দফায় দফায় মোট ১৫ কোটি পাউন্ড দেবে ব্রিটেন। পরিবর্তে সেখানে শরণার্থী পাঠানো হবে। ইতিমধ্যে ১৪ কোটি পাউন্ড রোয়ান্ডাকে দেওয়া হলে গেলেও এখনও এক জন শরণার্থীকে পাঠানো হয়নি।

এ দিকে দেশের শীর্ষ আদালতও জানিয়েছে, এই আইন বলবৎ হলে রোয়ান্ডা থেকে শরণার্থীদের জোর করে তাদের নিজের দেশে পাঠানো হতে পারে। যা কাম্য নয়।

তবে রোয়ান্ডা নীতিতে অনড় সুনকও। আজ জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান, রোয়ান্ডা নীতি কাজ দিচ্ছে না এমনটা নয়। পরিসংখ্যান তুলে তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ব্রিটেনে শরণার্থীদের প্রবেশ কমেছে। সুনকের দাবি, সেটা রোয়ান্ডা নীতির কারণেই।

 

Related Articles

Leave a Comment