Home সংবাদসিটি টকস শিয়ালদহ স্টেশনে দুর্ঘটনা, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

শিয়ালদহ স্টেশনে দুর্ঘটনা, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

বুধবার সকালেই দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে। কারশেডমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল আপ রানাঘাট লোকালের। ঘটনার জেরে একটি ট্রেনের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহত হননি কেউই

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বুধবার সকালেই দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে। কারশেডমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল আপ রানাঘাট লোকালের। ঘটনার জেরে একটি ট্রেনের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহত হননি কেউই।

সূত্রের খবর, বুধবার বেলা ১২.৫০ নাগাদ ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। একই সময়ে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হয়েছিল আপ রানাঘাট লোকাল। স্টেশন ছেড়ে বেরোনোর পরেই পাশাপাশি দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। যার জেরে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রেন।

ঘটনার জেরে হতাহত হননি কেউই। তবে একটি ট্রেনের সামনের দিকের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। কারশেডমুখী ট্রেনটিকে এখন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। আপাতত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেন লাইনের উপর পরপর দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। ইতিমধ্যেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন যাত্রীরা। পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিকরা।

Related Articles

Leave a Comment