West Bengal Recruitment Case : বাড়ির পিছনে সন্দেহভাজন ব্যাগ। কী আছে তাতে? ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ির পিছনে পাওয়া গেল নথিবোঝাই দু’টি ব্যাগ। যা দেখে সন্দেহের জট ক্রমশ পাকছে। কী রয়েছে নথিতে এখন তাই খতিয়ে দেখছেন সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক। বাড়ির পরিচারক এবং গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রের খবর বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের অন্তত চার জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী সকাল সাড়ে ছ’টা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় বড়ঞার কুলিতে এক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী সুজল আনসারি ওরফে ঝন্টু শেখের বাড়িতে। সেখানে তল্লাশি চালানোর সময়। খবর পাওয়া যায়, ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুলের বাড়িও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানেও তল্লাশি শুরু করেছে সিবিআই।
তল্লাশি চলাকালীন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন। তাদের বোয়াণ রেকর্ড করা হয় বোলে সূত্র মারফত জানা যায়। কিছুক্ষণ পরে বাড়ির গ্যারেজের পিছনে গিয়ে তল্লাশি শুরু করে সিবিআই। সেখান থেকেই উদ্ধার হয় নথি বোঝাই করা দুটি ব্যাগ। সূত্রের খবর, ব্যাগে ভরা রয়েছে নথি। ওই নথি কিসের, তা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে কী রয়েছে সেই ব্যাগে।