HomePOLITICAL(Bengali) Maharashtra political crisis: ‘বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন,’ প্রশ্ন তুললেন আদিত্য ঠাকরে
রবিবার শিবসেনা সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন আদিত্য। সেখানে তিনি বলেন, “বিদ্রোহী বিধায়ক যাঁরা গুয়াহাটি পালিয়ে গিয়েছেন, তাঁদের নিরাপত্তায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আসলে যাঁদের নিরাপত্তার প্রয়োজন ছিল, সেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য সিআরপিএফ মোতায়েন করা উচিত ছিল।”