Home NEWSCITY TALKS দলের প্রবীণ সদস্যদেরকে নিয়ে কি মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দলের প্রবীণ সদস্যদেরকে নিয়ে কি মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

by Web Desk

Abhishek Banerjee :  দলের প্রবীণ সদস্যদেরকে নিয়ে এবার সোজাসুজি উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাঁর সাফ জানালেন, ”দলে প্রবীণদের দরকার অবশ্যই। তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার। কারণ বয়স হলে মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।” কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক নানান পরিস্থিতি দেখা দেয়। তাই মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।” তবে কি এবার আগামী লোকসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর  হবে? সেই নিয়েও উঠছে প্রশ্ন। তাতে অভিষেকের জবাব, ”সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই  ঠিক করবেন। আমার কাছে জানতে চাইলে, মতামত জানাব।”

সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন অভিষেক। এদিন একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিন রাজ্যে কংগ্রেসের পরিস্থিতি, বিজেপির ভোটে জয় এসমস্ত প্রসঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ,  ”শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি, উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন, সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। তবে প্রবীণদেরও প্রয়োজন। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

Related Articles

Leave a Comment