Home Latest News মর্মান্তিক মোড়: তরুণ দম্পতির অকস্মাৎ মৃত্যু, সাক্ষী রইলো চিড়িয়াখানা…!!!

মর্মান্তিক মোড়: তরুণ দম্পতির অকস্মাৎ মৃত্যু, সাক্ষী রইলো চিড়িয়াখানা…!!!

by Web Desk

গাজিয়াবাদ, ইন্ডিয়া – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ঘটে গেলো একটি হৃদয় বেদায়ক ঘটনা, যা গাজিয়াবাদের একটি যুবক-যুবতীর জন্য আনন্দময় ভ্রমণ হিসেবে শুরু হলেও, ২৪ ঘন্টার মধ্যে যা দুঃখে শেষ হয়ে গেল,

দুজনের ভাগ্যই বদলে গেলো সেই দুর্ঘটনায়

২৫ বছরের অভিষেক আহলুওয়ালি এবং তাঁর স্ত্রী অঞ্জলি ঢাকা চিড়িযাখানায় একটি আনন্দময় দিন কাটানোর জন্য গেছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস। চিড়িযাখানায় থাকার সময় অভিষেক আচমকাই তাঁর বুকে ব্যাথা অনুভব করে। এবং তার পরেই অবস্থার দ্রুত অবনতি ঘটে। সেই সময় প্রথমে তাঁকে তেগ বাহাদুর হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে সাফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবুও শেষ রক্ষা হলনা।
দুর্ভাগ্যজনকভাবে, হৃদরোগে আক্রান্ত হয়ে অভিষেক মারা যায়।

অভিষেকের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তার স্ত্রী অঞ্জলী। শকে কাতর হয়ে অঞ্জলি গাজিয়াবাদের ভৈশালীতে অবস্থিত আহলকন অ্যাপার্টমেন্টের সপ্তম তলা থেকে ঝাঁপ দেয়। সাথে সাথে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

যুবকদের হৃদয়াঘাতের মামলায় আলোকপাত

শোকের মাঝে, অভিষেকের অসময়ের মৃত্যু আবারও যুবকদের হৃদরোগের আক্রান্ত হওয়ার চিন্তা বাড়িয়েছে। উৎসবের সময় হোক কিংবা ফিটনেস রুটিন হৃদরোগের ঘটনা বাড়ছে খুব সহজেই। গত কয়েক বছরে এই ঘটনা নিয়ে বেশ কয়েকটি রিপোর্টও করা হয়েছে।

Related Articles

Leave a Comment