(Bengali) লোকাল ট্রেন থেকে উদ্ধার প্রায় ৬১ লক্ষ টাকা, আটক
শহরে আনাচে-কানাচে থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনা রাজ্য বাসীর কাছে নতুন নয়। পার্থ -অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে শুরু করে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি খাটের তলা থেকে টাকা উদ্ধারের ঘটনা দেখেছে রাজ্যবাসী