Home সংবাদ পুজোর আগে বৃষ্টির সম্ভবনা রাজ্যে

পুজোর আগে বৃষ্টির সম্ভবনা রাজ্যে

পুজোর আগে বৃষ্টির সম্ভবনা রাজ্যে। ফলে পুজোর প্রস্তুতি অসুবিধার মুখে পড়তে হতে পারে মণ্ডপ গুলিকে।এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর আগে বৃষ্টির সম্ভবনা রাজ্যে। ফলে পুজোর প্রস্তুতি অসুবিধার মুখে পড়তে হতে পারে মণ্ডপ গুলিকে।এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ আমাদের পূর্ব মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর । এর ফলে কলকাতায় 7 থেকে 9 তারিখ এই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।10 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে এবং 11 তারিখ থেকে বৃষ্টি আরেকটু বাড়বে। এবং আরও এক দুদিন কন্টিনিউ করবে অর্থাৎ 12থেকে 13 তারিখ পর্যন্ত। ফলে 10ও 11 তারিখ এই সময়টাতে 2-24 পরগনা, 2মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলা গুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছিল সেটা কমে এসেছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে আগামী তিন দিন।

Topics

Alipore Weather office Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment