Amit Shah’s Kolkata Rally :
অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। তার পরেই একে একে বক্তৃতা দিলেন সকলে । ভাঙা গলায় শুভেন্দু পাঁচ মিনিটেই শেষ করলেন বক্তৃতা। নবান্নের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার স্লোগান দিলেন সুকান্ত।
বিজেপির সভামঞ্চে ঠিক দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে বক্তব্য রাখেন অমিত শাহ। ২টো বেজে ২৯ মিনিটে। বক্তৃতা শেষ করে মঞ্চ থেকে নেমে যান অমিত শাহ। প্রশ্ন করে বসেন বাংলার আওয়াজ কোথায় হারিয়ে গেল। প্রশ্ন করেন ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ এরপরই বক্তব্য টেনে আনেন গ্রেফতার হওয়ার বাংলার শাসকদলের মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের নাম।
এদিন সভা থেকে তিনি মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দেন। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে এখনও দল থেকে সাসপেন্ড করা হয়নি কেন? এদিন তার ভাষণে ছিল মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা। কাশ্মীর, করোনা, চন্দ্রযান, এমনকি, রাম মন্দিরের কথাও বললেন শাহ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বরখাস্ত হওয়া নিয়েও এদিন প্রশ্ন তোলেন শাহ। বললেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না।’’