Home NEWSCITY TALKS Amit Shah – রাজ্যের বিরুদ্ধে তৈরি স্মারকলিপি, কি কি আছে তাতে?

Amit Shah – রাজ্যের বিরুদ্ধে তৈরি স্মারকলিপি, কি কি আছে তাতে?

by Web Desk

Amit Shah’s Kolkata Rally : কলকাতায় সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁকে কাছে পেয়ে ‘বঞ্চনা’র স্মারকলিপি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তত ১২টি সংগঠন। রাজ্য বিজেপি সূত্রে খবর, এই ১২টি সংগঠনের মধ্যে রয়েছে চাকরিপ্রার্থী, ডিএ আন্দোলনকারীদের সংগঠনও। এমনকি যে সংগঠন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল, তারাও রয়েছে ওই ১২টি সংগঠনের তালিকায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্বারকলিপি তুলে দিতে চায় চন্দ্রচূড় গোস্বামীর হিন্দু মহাসভাও। সংগঠনগুলি রাজ্য বিজেপিকে জানিয়েছে, শাহের কাছে তারা দাবিদাওয়া সংক্রান্ত স্মারকলিপি দিতে চান।

রাজ্য বিজেপি সূত্রে খবর, এই স্মারকলিপির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। তার তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। দিল্লি থেকে আসা নির্দেশের অপেক্ষায় রয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্বও।

শাহের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে কিভাবে কখন আলোচনা করবেন  স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপি সদস্যদের মূল মঞ্চে ঠাই হতে দেখা গেছে। তবে এ বার সেই নিয়মে খানিক বদল হতে পারে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “শহিদেরা আমাদের অন্তরে। তবে এ বারের সভাটা বঞ্চিতদের জন্য।” তাই নির্দিষ্ট পদাধিকারী ছাড়া কেউ মূল মঞ্চে উঠতে পারবেন না বলেই জানা যাচ্ছে। স্বারকলিপি তুলে দেওয়ার জন্যে মঞ্চের পিছনে ক্যাম্প তৈরি করা হয়েছে। তবে সভা শুরুর আগে সেই ক্যাম্পে গিয়ে আমিত শাহ স্মারকলিপি নেবেন কিনা সেই রয়ে গেছে অনেক প্রশ্ন।

 

 

Related Articles

Leave a Comment