Home ভিডিও ‘এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

‘এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এই বৈঠক আগেও হয়েছে, অখিলেশ যাদব ও অনেকে এসেছে ১৯ সালে এসেছিলেন কিন্তু কে কাকে সাহায্য করছে সবার তো সিট কমেছে, প্রতিনিধি নেই লোকসভায়। এই সব নাটক নির্বাচনের আগে হয় সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা হয়যো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে,’ শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরপ্রদেশে মমতার প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন,”
এর আগেও লক্ষৌও,পাটনা গেছে কি প্রভাব পড়েছে। তার পার্টি কিছু নেই বাকিদের কি সাহায্য করবে? কি প্রভাব আছে উত্তরপ্রদেশে? অখিলেশ যাদব বুঝতে পেরেছে আর নয় নতুন লোক নিয়ে ভিড় করার চেষ্টা করছে, ওখানকার লোক যোগীকে দেখেছে সব দেখে ভোট দেবে।”

আরও পড়ুনঃ শহরকে জল জমার সমস্যা থেকে স্বস্তি দিতে একাধিক পদক্ষেপ কলকাতা পুরসভার, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু তেলের দাম সর্বকালীন রেকর্ড ছাড়াল কিন্তু ভারতে বাড়েনি তেলের দাম বিরোধীরা বলছে ভোটের পর দাম বাড়বে?
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”এটা সরকার ঠিক করে না, কমিটি ঠিক করে। আর আগে দাম বেড়েছে তখন সবাই চিৎকার করছিল দাম তখন কমিয়েছে। অনেকবার দাম কমার পরেও কমে না। অনেকে কিছু বিষয়ের উপরে নির্ভর করে। কংগ্রেস যা নিয়ম করছে তার উপরই চলছে।”

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন, শীর্ষে ফের কলকাতা

অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”যে এই করে দেবো ঔই করে দেবো। কিউ পরে হো চক্কর মে কোহি যে টক্কর মে। ”

 

কিরনময় নন্দ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী মুখ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”সে তো উনি ত্রিপুরা বা গোয়ায় গিয়ে জিজ্ঞেস করে আসুন, কতটা প্রভাব আছে দেখুন, পার্টিটাই শুরু হতে পারল না।

এক্সাইড কোম্পানি শ্রমিক অসন্তোষ নিয়ে দুই তৃণমূলের নেতা গ্রেফতার নিয়ে দিলীপ ঘোষ বলেন,”আদি তৃণমূলের মধ্যে টপ লেভেল দ্বন্দ্ব চলছে, দুজন কে নেতা কে নেত্রী তাদের অনুগামীদের মধ্যে লড়াই। নিচের কর্মীদের মধ্যে তো লড়াই হবে। কংগ্রেসের ঝগড়া করতে করতে পার্টি শেষ হল তৃণমূলেরও তাই হবে। শিল্পের কথা ভুলে যান বোমা শিল্প চলছে। ”

আরও পড়ুনঃ ‘এর মধ্যে সস্তার রাজনীতি খোঁজা বন্ধ করুন,’ ট্যাবলো বিতর্কে টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

বিজেপি বিক্ষুব্ধদের বৈঠক নিয়ে বিজেপি কি ব্যাবস্থা নিচ্ছে? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”দলের বিরুদ্ধে কেউ বললে দল ব্যবস্থা নেবে, প্রথমে বোঝানো হবে তারপরে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে। সেটা করা৷ জন্য লোক আছে, দল ভাবছে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অধীর চৌধুরী ট্যাবলো রাখতে বলা নিয়ে -দিলীপ ঘোষ বলেন,”ট্যাবলো পশ্চিমবঙ্গের তবে সরকার ট্যাবলোর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজনীতিতে। রাজনীতি করে লাভ তুলতে চাইছে। কেন্দ্রের CPWD তারা ট্যাবলো তৈরি করেছে সিলেকশন কমিটি সেই ট্যাবলো চয়েস করেছে। আপনারদের থেকে ঐ ট্যাবলোর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সুযোগ তো ওটা পাবে।”

Topics

Dilip Ghosh  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment