Home খেলাধুলাফুটবল এক্সক্লুসিভ : ক্লাবকে এক মাসের ডেডলাইন, ইস্টবেঙ্গল-ইনভেস্টর বিচ্ছেদের সম্ভাবনা বাড়ছে

এক্সক্লুসিভ : ক্লাবকে এক মাসের ডেডলাইন, ইস্টবেঙ্গল-ইনভেস্টর বিচ্ছেদের সম্ভাবনা বাড়ছে

by Kolkata Today

নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের আইএসএল শেষ হয়ে গিয়েছে। ডার্বি হারের পর লাল-হলুদের আর দুটো ম্যাচ রয়েছে। যার একটি মঙ্গলবার খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কিন্তু কতটা তাগিদ আছে ব্রাইট-স্টেইনম্যানদের শেষ দুই ম্যাচের জন্য? শুধু কী তাই! আইএসএলে বিসর্জনের থেকেও ইস্টবেঙ্গল কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ, সমর্থকদের কাছে দুশ্চিন্তাটা বরং অন্য জায়গায়। কারণ, ক্লাবকর্তা বনাম বিনিয়োগকারী ঝামেলা চলছেই। টার্মশিটে সইয়ের ভিত্তিতে প্রথমবার আইএসএল খেলে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু মূল চুক্তি সই না-হলে আগামী মরসুমের দলগঠন তো হবেই না, বরং বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট সূত্রে যে খবর সামনে আসছে তাতে দুশ্চিন্তা আরও বাড়বে অগণিত লাল-হলুদ সমর্থকদের।

কলকাতা টুডে’র তরফে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল শ্রী সিমেন্ট কর্ণধার হরিমহন বাঙ্গুরের সঙ্গে। তিনি প্রথমে ফোন না ধরলেও পরে হোয়াটস্যাপ কলে আমাদের জানিয়েছেন, ফেব্রুয়ারির ২৭ তারিখ আইএসএলে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ হওয়ার পর তাঁরা ক্লাবকে মাস খানেক সময় দিতে চান চুক্তি সই করার জন্য। সেটা না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। বাঙ্গুরের কথায়, ‘আমরা নিশ্চয় ওদের সময় দেব। তবে আর বেশি সময় নয়। ওদের এগিয়ে আসতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে। তবে এর বেশি কিছু এখন আমি বলব না। শেষ ম্যাচের পর আমরা যা বলার বলব।’

তবে বাঙ্গুর সরাসরি না বললেও শ্রী সিমেন্ট সূত্রে খবর, আগামী একমাসের মধ্যে চুক্তি সই না-হলে চিঠি দিয়ে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলতে পারে বিনিয়োগকারী সংস্থা। সেক্ষেত্রে এফএসডিএল-কে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। এমনকি আদালতে যাওয়ার রাস্তাও খোলা রাখছে হরিমোহন বাঙ্গুরের সংস্থা। কারণ, চলতি আইএসএলে প্রায় ৫০ কোটি টাকা খরচ করে ফেলেছে শ্রী সিমেন্ট।

সুতরাং রবি ফাওলারের দলের আইএসএলে শেষ ম্যাচের পর মাঠের বাইরে আরও এক যুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে ময়দান। এই টানাপোড়েনে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল ভবিষ্যৎ অন্ধকার। একদিকে লগ্নিকারী সংস্থা নিজেদের অবস্থানে অনড়। অন্যদিকে, ক্লাবকর্তারাও নমনীয় মনোভাব দেখাচ্ছেন না। এই অবস্থায় বিচ্ছেদ অবশ্যম্ভাবী হতে পারে। মঙ্গলবারের নর্থ ইস্ট ম্যাচের আগে রবি ফাওলারের সহকারী টনি গ্রান্টের গলায় ঝরে পড়ল আক্ষেপ। বলেন, ‘আগামী মরসুমের দলগঠনের জন্য এটাই সঠিক সময়। কিন্তু সবার আগে তো ক্লাবের পরিস্থিতি ঠিক হতে হবে। জানি না সেটা হবে কি না!’

Related Articles

Leave a Comment