Home খেলাধুলাক্রিকেট চোট-আঘাতে বিধ্বস্ত ভারত, রোহিতদের দিতে হল এই ওষুধ

চোট-আঘাতে বিধ্বস্ত ভারত, রোহিতদের দিতে হল এই ওষুধ

by Kolkata Today

ব্রিসবেন, ১৩ জানুয়ারি: গব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত টেস্টের জন্য দলে ১১জন সুস্থ ক্রিকেটার পেতেই হিমশিম খাচ্ছে ভারত। ক্লান্ত, বিধ্বস্ত রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের ঘুমের ওষুধ পর্যন্ত দেওয়া হল। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। মানসিক ভাবেও বিধ্বস্ত দল। এমন কঠিন সিরিজের ধকলের ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে চোট-আঘাত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ভারতীয় দলের সুত্র উদ্ধৃত করে লিখেছে, ‘বেশ কিছু ক্রিকেটারকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। বিধ্বস্ত দেখাচ্ছিল ওদের।’

১-১ অবস্থায় শুক্রবার থেকে গব্বায় শুরু হচ্ছে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। তার আগে দুদিন অনুশীলনের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। নেটে অনুশীলনও বাধ্যতামূলক নয়। আর ক্রিকেটারদের চোট বাড়াতে দিতে চাইছে না দল।

রবীন্দ্র জাডেজা, হনুমা বিহারীর পর মঙ্গলবার জানা যায় ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহও চোটের জন্য খেলতে পারবেন না ব্রিসবেনে। এর ফলে বোলিং আক্রমণ যে অনেক দুর্বল হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। সিডনিতে পেনকিলার ইনজেকশন নিয়ে খেলেন ঋষভ পন্ত। দলের তরফে বলা হয়, ‘তৃতীয় টেস্টে খেলার সময়ই অসুবিধার কথা জানিয়েছিল বুমরাহ। এখন বেশ খারাপ অবস্থা ওর। প্রায় হাঁটতেই পারছে না বুমরাহ। শুক্রবারের আগে তিনি সুস্থ হয়ে উঠলে সেটাই হবে আশ্চর্য।’ পূজারাও সম্পূর্ণ ফিট নন। তবে টেস্টে মাঠে নামতে সমস্যা নেই। নেটে ব্যাট করতে গিয়ে আবার চোট পেয়ে সমস্যা বাড়িয়েছেন মায়ানক আগরওয়াল। তাই বৃহস্পতিবার নয়, শুক্রবার টেস্ট শুরুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে প্রথম একাদশ ঘোষণা করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তার আগে কত জন ক্রিকেটার সুস্থ হয়ে উঠবে সেই নিয়েও রয়েছে সন্দেহ। ব্রিসবেনে খেললে বুমরাহর চোট আরও বেড়ে যেতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। তাই তাঁকে মাঠের বাইরে রেখে নামবে ভারত।

Related Articles

Leave a Comment