Home খেলাধুলাফুটবল নর্থ ইস্ট ম্যাচের আগে রয় কৃষ্ণার ফর্ম নিয়ে চিন্তিত নন হাবাস

নর্থ ইস্ট ম্যাচের আগে রয় কৃষ্ণার ফর্ম নিয়ে চিন্তিত নন হাবাস

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার আইএসএলে সুপার সানডে।নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে দুই প্রধান। ইন্ডিয়ান সুপার লিগে ডাবল হেডার। এটিকে মোহনবাগান ফতোরদায় তাদের হোম ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে সাতটায়। অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচ তিলক ময়দানে বিকেল পাঁচটায়।

শেষ তিন ম্যাচে গোল পাননি হাবাসের দলের গোলমেশিন রয় কৃষ্ণা। তবে রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে তা নিয়ে একেবারেই চিন্তিত নন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।আইএসএলের প্রথম পাঁচ ম্যাচের পর রয় কৃষ্ণার গোলসংখ্যা ছিল ৫। আর ৮ ম্যাচ পরেও ওই পাঁচেই আটকে আছেন ফিজির তারকা। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের পর থেকে বিপক্ষের জালে বল জড়াতে পারেননি তিনি। আর সেই ম্যাচেও গোল এসেছিল পেনাল্টি থেকে।

বলিউড তারকা জন আব্রাহামের দল নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগান কোচ যদিও বলেছেন, ‘শুধু রয় কৃষ্ণাকে নিয়ে নয়, গোটা দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হয় আমাকে। আর ১০০ শতাংশ দলগত পারফরম্যান্স হচ্ছে আমাদের। কে গোল করছে, কে গোল পাচ্ছে না, সেটা বড় কথা নয়।’ অর্থাৎ, গোল করার দায়িত্ব একা রয় কৃষ্ণার নয়, সেটা আবারও নর্থ ইস্ট ম্যাচের আগের দিন বুঝিয়ে দিলেন হাবাস। তবে ডিফেন্সের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট চ্যাম্পিয়ন কোচ।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকে পুরোনো বছর শেষ করেছিল এটিকে মোহনবাগান। শনিবার মুম্বই সিটি এফসি কেরালাকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল। রবিবার নর্থ ইস্টকে হারিয়ে ফের শীর্ষে ওঠার সুযোগ গার্সিয়াদের কাছে।

Related Articles

Leave a Comment