Home রাজনৈতিক বঙ্কিম জন্মভিটেতে নাড্ডা, মধ্যাহ্নভোজ সারলেন চটকল শ্রমিকের বাড়িতে

বঙ্কিম জন্মভিটেতে নাড্ডা, মধ্যাহ্নভোজ সারলেন চটকল শ্রমিকের বাড়িতে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: একুশের নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে ফের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জনসভা থেকে পাটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ। এদিন দিনভর ঠাসা কর্মসূচির মধ্যে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

কলকাতার হেস্টিংসে ট্যাবলোর উদ্বোধনের পর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে যান জেপি নাড্ডা। বৃহস্পতিবার দুপুরে নৈহাটিতে সাহিত্য সম্রাটের বাড়িতে পৌঁছন তিনি। পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানানো হয়। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

এদিন সাহিত্য সম্রাটের জন্মভিটের পাশাপাশি বঙ্কিম সংগ্রহশালাও ঘুরে দেখেন নাড্ডা। শ্রদ্ধা জানান ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তিতেও। কথা বলেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে। এখান থেকে গৌরীপুরে এক চটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। এরপর যান ব্যারাকপুরে। সেখান থেকে যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’-এ।

নৈহাটির বঙ্কিম-জন্মভিটেয় দাঁড়িয়ে জেপি নাড্ডা বলেন, ‘এমন পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য। বাংলার গর্ব, স্বাভিমানের সঙ্গে ভারতের স্বাভিমানকে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম বঙ্কিমচন্দ্র। আনন্দমঠ তার উদাহরণ। উনি যেখানে বসে জাতীয়তাবাদের মন্ত্র লিখেছিলেন সেই চেয়ার, ঘর দেখার সুযোগ পেলাম আমি। এমন পবিত্র স্থানে এসে আমি ধন্য।’

Related Articles

Leave a Comment