Home খেলাধুলাক্রিকেট সৌরভের চিকিৎসায় এইমসের সাহায্য দিতে চান অমিত শাহ

সৌরভের চিকিৎসায় এইমসের সাহায্য দিতে চান অমিত শাহ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অ্যানজিওপ্লাস্টির পর সঙ্কটমুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করেন। সেখানে দেখা যায় বিসিসিআই সভাপতির ধমনীতে তিনটি ব্লকেজ আছে। যে ব্লকেজ থেকে শনিবার সকালে মৃদু হৃদরোগে আক্রান্ত হন সৌরভ সেখানে স্টেন্ট বসিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। আরও যে দুটি ব্লকেজ পাওয়া গিয়েছে সেখানে পরবর্তীতে আরও দুটি স্টেন্ট বসানো হবে নাকি বাইপাস সার্জারি করা হবে, সেই সিদ্ধান্ত চিকিৎসকরা দ্রুত নিতে চাইছেন। যাতে ভবিষ্যতে আর কোনও বিপদের সম্ভাবনা না থাকে। সৌরভের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। স্টেন্ট বসানোর পর সৌরভের অবস্থা স্থিতিশীল। এখনও তিন-চারদিন হাসপাতালে থাকতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। সৌরভের চিকিৎসার দায়িত্বে রয়েছে ডা: সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।

সৌরভের আরোগ্য কামনায় গোটা দেশ। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নন, সৌরভের খোঁজ নিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সৌরভের দাদা স্নেহাশিসের সঙ্গেও কথা হয় অমিতের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সৌরভের খোঁজ নিয়েছেন তা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি আরও বলেন যে, সৌরভের পরিবারকে সবরকম সাহায্যের কথা বলেছেন অমিত শাহ। প্রয়োজনে দিল্লির এইমস থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসা হবে বলেও শাহ আশ্বাস দিয়েছেন বলে দাবি কৈলাসের৷ যদি সৌরভের পরিবারের সদস্যরা চান তাহলে সেই উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন, সৌরভ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখনই আর উদ্বেগের কারণ নেই। প্রসঙ্গত, শনিবার সকালে বাড়ির ট্রেড মিলে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। নিজেই চিকিৎসককে ফোন করে হাসপাতালে চলে আসেন। ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয়নি।

Related Articles

Leave a Comment