Home সংবাদবর্তমান আপডেট ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ, কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার

৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ, কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ। এমনই জানিয়েছে নবান্ন। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

-খোলা আকাশের তলে মেলা করা যাবে। তবে সে ক্ষেত্রে কঠোর ভাবে করোনা বিধির নিয়ম পালন করে চলতে হবে।

-বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম সেই সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো যাবে।

আরও পড়ুনঃ ১২ ফেব্রুয়ারি ভোট করার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন

করোনার বাড়বাড়ন্ত।
এই পরিস্থিতে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তি জন্মবার্ষিকীতে
জমায়েতে নিষেধাজ্ঞা জারি করতে পারে নবান্ন। বহরে ছোট করা হতে পারে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও।

আরও পড়ুনঃ রাজ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের

বঙ্গে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তি জন্মবার্ষিকীতে জমায়েতে নিষেধাজ্ঞা

আরও পড়ুনঃ বিজেপির বিবেক বাহিনীর হেল্পলাইন নাম্বারের সূচনা

বাংলাজুড়ে করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। শুক্ররার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। শুধু কলকাতায় একদিন করোনা সংক্রমিত হয়েছেন ৬, ৮৬৭ জন।

 

Topics

Bengal   Covid19 Vaccine  Administration Kolkata

Related Articles

Leave a Comment