Home ভিডিও ‘৭২ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে,’ জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

‘৭২ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে,’ জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণ বঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

যে ঠান্ডা রয়েছে সেটা আগামী ৭২ঘন্টা থাকবে ।৭২ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। অর্থাৎ ঠান্ডা কমবে ।কারণ পরপর দুটো পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করবে তাই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বাধা পাবে, তার জন্যই তাপমাত্রা বাড়বে।

Topics

Sanjeev Banerjee  Alipore Weather Office Rainfall  Winter Administration  Kolkata

Related Articles

Leave a Comment