Home রাজনৈতিক ‘KK-র মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করেছে বিজেপি,’ পাল্টা Firhad

‘KK-র মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করেছে বিজেপি,’ পাল্টা Firhad

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:কেকের মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করেছে বিজেপি। অভিযোগের সুর চড়ালেন  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার কথায়,” প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এর সঙ্গে রাজনীতি কোনমতেই প্রযোজ্য নয়।” বৃহস্পতিবার বিজেপির করা অভিযোগকে এভাবেই উড়িয়ে দিলেন ফিরহাদ।
তিনি বলেন ,”মৃত্যু রাজনীতি কোনোভাবেই ঠিক নয়। আর বিজেপির পক্ষ থেকে যেসব কথা জানানো হচ্ছে সেগুলি মোটেই সমীচীন নয়। বিজেপি শুধু শকুনের মতো চেয়ে থাকে কখন রাজনীতির কোন অঙ্গ পাবে। আর সেটাকেই ইস্যু করবে। কিন্তু এখানে যেভাবে মৃত্যু হয়েছে সেটা একটা দুর্ঘটনা কেবল। যেকোনো কারণে মৃত্যু হতে পারে। কিন্তু কেকে যে ধরনের মানুষ ছিলেন তার মৃত্যুতে যথেষ্ট দুঃখ পেয়েছি আমি নিজেও।”
 পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার জ্বালানোর নিয়ে তিনি এদিন বলেন ,”সে কথা তার জানা নেই। তবে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে না। বন্ধ হচ্ছেনা অনুষ্ঠান নজরুল মঞ্চে। এখনই পুরোটাই তদন্ত করার পর জানানো হবে।
 আপাতদৃষ্টিতে নজরুল মঞ্চের কোন সমস্যা ছিল না বলেই জানালেন মন্ত্রী। তার কথায় প্রতিনিয়ত এই ধরনের মঞ্চ গুলি অডিট করা হয়। তাই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোন প্রকার খামতি আছে বলে তার জানা নেই। তবে যেকোনো মৃত্যু বেদনাদায়ক। সে কারণে অযথা এ নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। “
তিনি আরও জানান,” অন্যদিকে বেলেঘাটায় একটি বাড়ি হেলে পড়েছে তা নিয়ে এলাকাবাসীরা আশঙ্কায় ভুগছে। এ প্রসঙ্গে তিনি বলেন বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে। একইসঙ্গে যাদবপুরের ইঞ্জিনিয়ার খতিয়ে দেখে একটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Related Articles

Leave a Comment