Home সংবাদসিটি টকস বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের মেয়েকে তলব ইডি’র, অস্বীকার মন্ত্রীর

বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের মেয়েকে তলব ইডি’র, অস্বীকার মন্ত্রীর

by Kolkata Today

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। রবিবার সিবিআই হানা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের উদ্বেগ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগ এনে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ (ববি) হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে বলে জানা গিয়েছে। তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা রটনা। আমাদের কাছে কোনও নোটিস আসেনি। আমি ইডির কোনও নোটিস পাইনি।’

খুব সম্প্রতি প্রিয়দর্শিনীকে নোটিস দিয়ে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের খবর, তাঁর বাড়িতে গিয়েই নাকি নোটিস দিয়ে আসা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার একাধিক বার বিদেশে গিয়েছেন বলে ইডি-র তদন্তকারীদের দাবি।

সেই সূত্রেই বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে ইডি। ইডি-র একটি সূত্র জানিয়েছে, ইয়াসিরের বিদেশ সফরের সঙ্গে জড়িয়েছে এক বিদেশি অভিনেত্রীর নামও। কার মাধ্যমে কীভাবে টাকা পাচার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি-র তদন্তকারীদের দাবি।

তদন্তকারীদের বক্তব্য, সেই কারণেই প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপরেও নজরদারি করা হয়েছে। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহে প্রিয়দর্শিনীকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই মুহূর্তে সিইএসসি-তে কর্মরত প্রিয়দর্শিনী।

Related Articles

Leave a Comment