চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে , শনিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণি) চাকরির আবেদনকারীদের সঙ্গে সোমবার বৈঠক হবে। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে রবিবার জানা গিয়েছে। তবে সে অন্য কারো হয়ে যাবে। সোমবার বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকে ভিন্ন পরিচয়ে হাজির হবেন কুনাল এমনটাই সূত্র মারফত জানা যায়।
কুনালের উপস্থিতি
কি কারণে কুনাল মিটিং এ অংশগ্রহন করে? তিনি কোনো সরকারি পদে নেই তাও কেন মিটিং-এ উপস্থিত থাকবেন কুনাল। কুনালের বক্তব্যে “চাকরি প্রত্যাশীরা আমাকে অনুরোধ করেছিল,” আমি গিয়ে তাদের প্রতিনিধিত্ব করব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে শনিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণি) চাকরির আবেদনকারীদের মধ্যে সোমবার বৈঠক হবে৷ তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে রবিবার জানা গিয়েছে। তবে সে অন্য কারো হয়ে যাবে।
এক্স-এ কুনালের বক্তব্য
শনিবারের ঘটনা প্রসঙ্গে কুনাল রবিবার এক্স পোস্টে লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী নিয়োগ চান। অভিষেক নিয়োগ চান। তিনি তো এঁদের সঙ্গে বসেছিলেন। প্রক্রিয়া এগিয়েছিল। ব্রাত্য নিয়োগ চান। কারুর বা কিছু লোকের জন্য জটিলতা হয়েছে। এই জটিলতা কাটাতে সর্বশক্তিতে চেষ্টা চলছে। সরকার আন্তরিক। আইনি জট কাটাতে কী করা যায়, ভাবছেন তাঁরা, দেখা যাক। আমি এবং আমরা সবাই চাই, জট খুলুক। আইনি সমস্যা কাটুক। নিয়োগ হোক।’’