(Bengali) ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’,চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা হাই কোর্টের
previous post
চাকরিতে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল শম্পা বিশ্বাস-সহ উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেখানেই ভর্ৎসিত হলেও মিলল আন্দোলনের অনুমতি।