চলছে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। ভিড়ের নিরিখে এই মরসুমে এখনও পর্যন্ত ৫২ হাজারের বেশি লোকের রেকর্ড উপস্থিতির করে ফেলেছে নিউ টাউনের ইকো পার্ক। বড়দিনে সেখানে রবিবার ৭০ হাজার লোকের ভিড় হয়েছিল বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। পারদ চড়েছে আরও কিছুটা। আলিপুর হাওয়া অফিস এ দিন জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি এবং শুক্রবার তা বেড়ে হয়েছে যথাক্রমে ১৫.২ এবং ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা এ দিন ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম।
এদিন ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। সকাল থেকে জনস্রোত বইছে চিড়িয়াখানায়। একই রকম ভিড় জাদুঘর, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জেল মিউজিয়াম, ইকো পার্ক, নিকো পার্কে।
বড়দিন না থাকাতেই রবিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট ধরে এগিয়ে যেতে দেখা গেল একাধিক মানুষকে যে ভিড় দেখে প্রশ্ন আসে, বড়দিন কি আজই? এক তরুণী বলে ওঠেন, ‘‘রবিবারের আশপাশে বড়দিন পড়লে উৎসব আগেই শুরু হয়। এই ভিড়টা কাল সকালে ঘুমিয়ে বিকেলের পরে অন্য পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়বে।’’
সূত্রের খবর, ভারতীয় জাদুঘরে এ দিন সব মিলিয়ে সাড়ে আট হাজারের মতো দর্শকের ভিড় হয়েছিল। জাদুঘরের তরফে বলা হয়, শিক্ষার্থীরা আসেন এখানে। পিকনিক স্পট যে হেতু নয়, ভিড়ও কম হয়। তবে এই মরসুমে এখনও পর্যন্ত এটাই বেশি ভিড় বলছেন দায়িত্বে থাকা লোকজন। কলকাতার ভ্রমণ তালিকায় জায়গা করে নেওয়া জেল মিউজিয়ামের কর্তা জয়ন্ত সেনগুপ্ত বললেন, ‘‘এখানে এ দিন আট হাজার মতো ভিড় হয়েছিল। সন্ধ্যার আলো-ধ্বনির প্রদর্শনী অন্যতম আকর্ষণ হয়ে উঠছে।’’
ময়দান, ভিক্টোরিয়া, তারামণ্ডল, চিড়িয়াখানাগামী ভিড় রবীন্দ্রসদন থেকে এসপ্লানেডের মধ্যে বিভিন্ন স্টেশনে চোখে পড়ছিল দেখার মত। সন্ধ্যায় অ্যালেন পার্ক এবং পার্ক স্ট্রিট চত্বরে নামে যাত্রীদের ঢল। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দিন মেট্রোয় ২ লক্ষ ৬১ হাজারের বেশি যাত্রী সফর করেছেন। ওই সময়ের মধ্যে দমদমে ৩০২৩৭, এসপ্লানেডে ২২১১৮, রবীন্দ্রসদনে ১৭৯২৮ এবং দক্ষিণেশ্বর মেট্রোয় ১৬১৫৩ জন যাত্রী সফর করেছেন বলে জানানো হয় মেট্রোরেলের তরফে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরলে গত বছরের এই দিনের তুলনায় এ বছর ৫৫ হাজার যাত্রী মেট্রোয় বেশি সফর করেছেন বলে জানাচ্ছেন তিনি।