রাজ্যে ফের কোভিড আক্রান্তের খোঁজ
রাজ্যে ফের কোভিড আক্রান্তের খোঁজ মিলল। নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা তিনজন। এদের মধ্যে একটি শিশুও আছে। কোভিড (COVID-19) পরীক্ষার জন্য জিনোম সিকুয়েন্সিং পশ্চিমবঙ্গে হয়েছিল সেটা ছিল শেষ যা গত নভেম্বরে হয়। ১৬টি নমুনা পাঠানো হয়েছিল।একমাসও কাটতে না কাটতেই ফের ওই পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হল কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে।
মেডিক্যাল কলেজে একটি ছ’মাসের শিশু
সূত্রে খবর, মেডিক্যাল কলেজে একটি ছ’মাসের শিশু এবং শহরের দু’টি নামি বেসরকারি হাসপাতালে দু’জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনজনই নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর-সর্দির উপসর্গ থাকায় করোনার আরটিপিসিআর পরীক্ষা (RTPCR Test) করানো হয় তাদের জার রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগীর কথায়,‘‘করোনা নেই, এমনটা কখনই বলা হয়নি। তবে এই তিন জনের মধ্যে করোনার নতুন ভ্যারিয়ান্ট আছে কি না জানতে জিনোম সিকুয়েন্সিং দরকার।’’ সিদ্ধার্থবাবু জানান, তিন হাসপাতাল থেকে তথ্য ও নমুনা চাওয়া হয়েছে।
আইসোলেশন ওয়ার্ডে শিশুটি
মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগে ভর্তি শিশুটি বিহারের বাসিন্দা। মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ নিয়ে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘ট্রপিক্যালে পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে এবং তা স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শিশুটিকে রাখা হয়েছে।’’
রাজ্যে ফের কোভিড (Coronavirus) পজিটিভ
রাজ্যে ফের কোভিড (Coronavirus) পজিটিভ রোগীর সন্ধান মেলায় বৃহস্পতিবার থেকে জেলাগুলির সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিতে করোনার আরটিপিসিআর পরীক্ষাও শুরু হয়েছে। সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। কোনও পজিটিভ রোগীর হদিশ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে বর্ধমান জেলায় ২৮টি। ১৪টি জেলায় কোনও পরীক্ষা হয়নি। শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্যকর্তা এবং হাসপাতালগুলির সঙ্গে কোভিড বৈঠক করবেন স্বাস্থ্যভবনের কর্তারা।