(Bengali) রাজ্যপাল-মমতার সাক্ষাৎ,ধনখড়কে নিজের আঁকা ছবি উপহার দিলেন মমতা
previous post
রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে মন্ত্রিসভা সায় দিয়েছে। রাজ্যপালকে সরিয়ে সেই পদে বসবেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত বিলকে আইনে পরিণত করতে রাজ্যপালের সই দরকার। সেই সংক্রান্ত আলোচনা এদিন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মধ্যে হতে পারে। যদিও কোনওপক্ষই এই বৈঠক নিয়ে মুখ খোলেনি।