Justice Abhijit Gangopadhyay : টেট পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েও অংশ নিতে পারেননি নিয়োগ প্রক্রিয়ায়। আদালত অনুমতি দেওয়ার পরেও কেন হল না তার নিয়োগ সেই নিয়ে ক্ষুব্ধ চারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ মাস পেরিয়ে গেছে কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি, তাই এবার বিচারপতির আঙুল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের দিকে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান বিচারপতি।
কলকাতা হাই কোর্টে ২০১৪ সালের এক টেট পরীক্ষার্থীর নিয়োগ নিয়ে মামলা হয়। চাকরিপ্রার্থীর নাম পল্লব বারিক। তাঁর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, টেট পরীক্ষার্থী পল্লব টেট পাশ করেননি বলে প্রথমে জানিয়েছিল পর্ষদ। কিন্তু গত বছর জানা যায়, পল্লব টেট পাশ করেছেন। পেয়েছেন ৯২ শতাংশ নম্বর। নিজের নম্বর জানার পর পল্লব মামলা করেন কলকাতা হাই কোর্টে।
বিচারপতির নির্দেশ অনুযায়ী প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় ‘‘চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।’’সূত্রের খবর ওই চাকরি প্রার্থীকে পর্ষদ অফিসেও পাঠানো হয়।