Home NEWSCITY TALKS (Bengali) একদিনেই কোটির মাত্রা পেরিয়ে গেল ছোটদের টিকাকরণ, টুইট করে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর  

(Bengali) একদিনেই কোটির মাত্রা পেরিয়ে গেল ছোটদের টিকাকরণ, টুইট করে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর  

by Kolkata Today

” href=”https://kolkatatoday.com/bengali-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d-2/” target=”_blank” rel=”noopener”>’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

দেশের কোভিড প্যানেলের চেয়ারম্যান চেয়ারম্যান ডঃ এনকে অরোরা জানান, কোভ্যাক্সিন শিশুদের মধ্যে ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করতে সক্ষম হয়েছে, এমনটাই ফলাফল দেখা গিয়েছে টিকার ট্রায়ালে। তিনি বলেন, “১২ থেকে ১৮ বছর বয়সীরা, বিশেষত ১৫ থেকে ১৮ বছর বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই প্রাপ্তবয়স্কদের মতো। গবেষণায় দেখা গিয়েছে, ১৮ অনুর্ধ্বদের করোনা সংক্রমণে মৃত্যুর দুই-তৃতীয়াংশই এই বয়সসীমার অন্তর্গত ছিল। সেই কারণেই সদ্য কৌশোরকালে পা দেওয়া নাগরিকদের সুরক্ষার কথা ভেবে, তাদের টিকাকরণের ঘোষণা করা হয়েছে।”

Related Articles

Leave a Comment