Lionel Messi:
২০২৩-এর সেরা অ্যাথলেট হয়েছেন লিওনেল মেসি
২০২৩ সালের সেরা অ্যাথলেট হয়েছেন লিওনেল মেসি। এই সম্মানে তাকে সম্মানিত করল টাইম । মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে তার অবিশ্বাস্য ফলের কারণে তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
লিগস কাপে জেতে ক্লাব ইন্টার
গত জুলাইতে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ওই ক্লাবকে শীর্ষে নিয়ে যায়। লিগস কাপ জেতে ওই ক্লাব। ৭ ম্যাচে ১০ গোল করে এই টুর্নামেন্টে মায়ামিকে প্রথম শিরোপা এনে দেন আর্জেন্টাইন তারকা। মায়ামির ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠে মেসি আর সেটাই তার বড় অবদান। যদিও ফাইনালে হেরেছিল টাটা মার্তিনোর দল। সেদিন চোট লাগার কারণে মেসিও ম্যাচটি খেলতে পারেননি। মায়ামিতে প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন মেসি, এর সুবাদে ক্লাবটি এমএলএস প্লে–অফে খেলার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসির গলায় উঠল এই শিরোপা
টাইম ২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করছে খেলয়ারদের। সে বছর সম্মানসূচক এ পুরস্কার পেয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। পরের বছর সেই পুরস্কার পায় বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে পেয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। গত বছর এ পুরস্কার জেতেন নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ। আর এবার এই পুরস্কার নিজের ঘরে নিয়ে যাচ্ছেন প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি।
শিরোপা পেয়ে কি বললেন মেসি
টাইমের বর্ষসেরা অ্যাথলেট হয়ে মেসি জানান, মায়ামিতে যোগ দেওয়ার আগে তাঁর কাছে আরও কিছু প্রস্তাব ছিল। বার্সেলোনায় ফেরার কথা বিবেচনা করেছিলেন, আবার সৌদি আরব থেকে প্রচুর টাকা আয়ের যে প্রস্তাব ছিল, সেটাও ভেবে দেখেছেন। মেসির ভাষায়, ‘সত্যটা হলো, সৌভাগ্যবশত আমার কাছে বিকল্প ছিল। এগুলো নিয়ে আমাকে ভাবতে হয়েছে এবং মায়ামিতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে।’