মমতার ডাকে সাড়া দিলেন প্রধানমন্ত্রী
বাংলার বঞ্চনা প্রসঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহের বুধবারই দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্বাবনা রয়েছে তাদের দু’জনের। সংসদ ভবনে মোদী-মমতা বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।
দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আগামী দিনগুলিতে কি তবে কোন নতুন বার্তা? শোনা যাচ্ছে, ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরে যাওয়ার কথা তিনি আগেই উল্লেখ করেছিলেন। পাশাপাশি, তার বক্তব্য ছিল, কিছু সংসদকে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। বাংলার প্রাপ্য টাকা নিয়ে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী, ‘‘প্রধানমন্ত্রীর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনও একদিন ডেট চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না।’’
চা সুন্দরী প্রকল্প
অন্যদিকে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে রবিবার সরকারি সভা করতে এসে মুখ্যমন্ত্রীর ঘোষণা, চা শ্রমিকদের শুধু জমির পাট্টা দেওয়া ছাড়াও, সেই জমিতে বাড়ি বানানোর জন্য অর্থও প্রদান করবে রাজ্য সরকার। পাশাপাশি, সরকারি ওই সভায় মুখ্যমন্ত্রীর বার্তা, চা সুন্দরী প্রকল্প রাজ্য সরকার করেছেন। এই প্রকল্পতে এক হাজারের উপর উপভোক্তা বাড়ি বানিয়েছেন এবং আরও অনেকে বানাবেন। এই মুহূর্তে তার সরকারের পরিকল্পনা, ভাবছে চা সুন্দরী না দিয়ে যে জমিতে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে এক লক্ষ ২০ হাজার টাকাও পাট্টার সঙ্গে দেওয়া হবে। তা হলে প্রকল্পের উপভোক্তারাই ঘর বানিয়ে নেবেন। এই পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়িত করার কথাও জানান মুখ্যমন্ত্রী।