Home NEWSCITY TALKS (Bengali) Maharashtra political crisis:উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন?

(Bengali) Maharashtra political crisis:উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন?

by Soumadeep Bagchi

 

উল্লেখ্য, বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র ভোটে লড়েছিল শিব সেনা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাপোড়েনের জেরে জোট ভাঙে উদ্ধব ঠাকরের দল। তাঁকেই মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গড়ে শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি। তবে সরকার গড়তে না পেরেও মাটি ছাড়েনি বিজেপিও। তার প্রমাণ মেলে সদ্য সমাপ্ত বিধান পরিষদ নির্বাচনে। ক্রস ভোটিংয়ের দৌলতে ১০টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় বিজেপি। বাকি ৫টিতে জিতেছিলেন বিরোধী জোটের প্রার্থীরা। এমনকী, রাজ্যসভা ভোটেও চমক দিয়েছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে সরকারে ভাঙনের ভয় ধরাল পদ্মশিবির।

Related Articles

Leave a Comment