Kolkata Knight Riders : ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। তখন অধিনায়ক ছিলেন গম্ভীর। শাহরুখ খান বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”
গম্ভীর জানান, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”
লখনউ দলের মেন্টর গম্ভীর, আগেই সেই দল থেকে ছুটি নিয়েছিলেন গম্ভীর। সেই সময় মনে করা হয়েছিল আগামী বছর লোকসভা নির্বাচন থাকার কারণে বিজেপি বিধায়ক গম্ভীর আইপিএলের দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে গিয়েছেন। তার উত্তর আজ আমাদের সকলের জানা।
১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে গম্ভীরের পরামর্শের দিকে চোখ থাকবে কেকেআর-এর। এখন দেখার কিভাবে এগিয়ে যায় এই দল।
তার আগে গম্ভীরের মস্তিষ্ক কাজে লাগবে কেকেআরের। গত আইপিএলে সে ভাবে ছাপ ফেলতে না পারা কেকেআর গম্ভীরের হাত ধরে আবার ফিরে আসতে চাইবে।