Home NEWSCITY TALKS শহরে মহাগুরু! বঙ্গ বিজেপির হাল ফেরাতেই কলকাতায় তিনি?

শহরে মহাগুরু! বঙ্গ বিজেপির হাল ফেরাতেই কলকাতায় তিনি?

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কলকাতা এসে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী। তবে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে  কোনও মন্তব্য করতে রাজি হননি’ মহাগুরু’।

তার কলকাতায় আসার পরেই জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। একুশের বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীর পদ্ম শিবিরে যোগদান শোরগোল ফেলে দিয়েছিল। প্রশ্ন উঠেছিল, মিঠুনই কি বাংলায় বিজেপির তরফে মুখ‍্যমন্ত্রীর হচ্ছেন? যদিও অভিনেতা নিজেই সে খবর নস‍্যাৎ করে দেন।

গা গরম করা ফিল্মি সংলাপ দিয়ে ঝড় তুলেছিলেন ব্রিগেডেরষ মঞ্চে। তবে তারপর থেকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মহাগুরুকে। অসুস্থ হয়ে পড়ায় কলকাতাতেও আসতে পারেননি তিনি।

Topics

Mithun Chakraborty  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment