Home সংবাদসিটি টকস ৫ দিনের CBI হেফাজতে রাজু সাহানি

৫ দিনের CBI হেফাজতে রাজু সাহানি

চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা রাজু সাহানিকে ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ দিল আসানসোলের আদালত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা রাজু সাহানিকে ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ দিল আসানসোলের আদালত। শুক্রবার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে তার নিউ টাউনের ফ্লাট থেকে গ্রেফতার করে CBI আধিকারিকরা। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। শনিবার রাজুকে আসানসোলের আদালতে তোলা হয়।

সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে কোনও সহযোগিতা করেছেন না রাজু। ফলে তাঁকে গ্রেফতার করে হেফাজত নিতে হয়েছে রাজুকে। অন্যদিকে রাজুর আইনজীবী বলেন, রাজুর পরিবারের সবাই ব্যবসা করেন। তাই তাদের বাড়িতে ওই টাকা থাকা বিচিত্র কিছু নয়।

রাজুর আইনজীবী প্রশান্ত নাগ বলেন, সরকারি পদ ব্যবহার করে মুনাফা করার যে অভিযোগ আনা হয়েছে তার রাজু সাহানির ক্ষেত্রে খাটে না। রাজু একজন ব্যবসায়ী। তার ৭-৮ টি কোম্পানি রয়েছে। তাই তার কাছে নগদ টাকা থাকা খুব স্বাভাবিক ব্যাপার।

নিউটাউনের পাশাপাশি আরও ৩টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে CBI। সিটিসেন্টার ২ এর সামনে একটি দোকান রয়েছে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এ ফ্ল্যাট রয়েছে রাজুর। সেখানে একটি আবাসনের বারোতলায় থাকেন রাজুর স্ত্রী ও সন্তান। জানা যাচ্ছে ওই আবাসনের এক একটি ফ্ল্যাটের দাম কোটি টাকার উপরে। এরকম একটি আবাসনের ৯ তলাতেও একটি ফ্ল্যাট রয়েছে। ওই দুটি ফ্ল্যাটেই তল্লাশি চালিয়েছে সিবিআই। বারোতলার ফ্ল্যাট থেকে বেশকিছু নথি উদ্ধার করেছে সিবিআই। এছাড়াও মোট ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। সন্মার্গ চিটফান্ডের টাকা ওইসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পডত।

Topics

Raju Sahani CBI BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment