প্রসঙ্গত, সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন দাবি করেছেন, তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৫০ লাখ টাকার ড্রাফট দেখিয়ে ‘লাখ লাখ কোটি কোটি’ টাকা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর এই অভিযোগকে ঘিরেই শাসক শিবিরের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকে সিবিআই গ্রেফতার করতে পারে, তবে সারদার কর্ণধার নিজে যখন শুভেন্দু অধিকারীর নাম করছেন, তখন তাঁকে কেন গ্রেফতার করা হবে না? তিনি বিজেপিতে আছেন বলেই কি সিবিআই হাত থেকে ছাড়পত্র পেয়ে চলেছেন?